বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থ নেন রওশন এরশাদ: কাজী জাফর

Kazi kaji Zafar Jafor Jafar কাজী জাফররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, এইচএম এরশাদের অনুমতি নিয়েই অতীতে রওশন এরশাদ একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অর্থ ও সাহায্য নিয়ে চার দলীয় জাতীয়তাবাদী জোট থেকে বেরিয়ে যান এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালান।

রোববার গুলশান জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এরশাদ ও রওশন এরশাদের মধ্যে কোনো পার্থক্য নেই। স্বামী-স্ত্রী দুজনে পরামর্শ করে একেক সময় তারা একেক ভানুমতির খেলায় অবতীর্ন হন।

কাজী জাফর বলেন, এরশাদের অনুমোদন ছাড়া রওশন এরশাদের পক্ষে কখনও সকল দলকে বাদ দিয়ে এককভাবে শেখ হাসিনার প্রহসনমূলক নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হতো না।

তিনি বলেন, এরশাদের হাসপাতালে গমন ছিল স্বেচ্ছায় বন্দি থাকার একটি কুটকৌশল এবং রওশনকে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা সুচতুর দুষ্টবুদ্ধি।

এরশাদ ও রওশন এখন ঐকবদ্ধ হয়েছে উল্লেখ করে জাফর বলেন, তাদের দলকে আওয়ামী জাতীয় পার্টিতে পরিণত করে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির পদলেহী ভূমিকায় অবতীর্ন হয়েছে।

মো. মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এ সভায় বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য এস.এম.এম. আলম, আনোয়ারা বেগম, খালেকুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট মাওলানা রুহুল  আমিন, অ্যাডভোকেট মুহাম্মদ শফিউদ্দিন  ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান  ড. নূরুল আজহার শামীম, সাংগঠনিক সম্পাদক এ এস এম শামীম এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ডা. সম্রাট জুয়েল, মো. শামসুজ্জামান স্বজন, মো. মহসীন মিয়া, মো. আবীর হোসেন, মো. সাব্বীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ