ইইউ সেনা পাঠাচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে

Africa EU Armyআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গৃহযুদ্ধে বিধ্বস্ত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠাতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন অ্যাশটনের মুখপাত্র এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নতুন সেনা সংগ্রহ এবং ফ্রান্সের বাড়তি সহায়তার পর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ইউরোপীয় সেনাদের উপস্থিতি বাড়ানো হবে।

অবশ্য গত সপ্তাহেই দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা ছিল। কিন্তু ইউরোপীয় সরকারগুলো প্রয়োজনীয় সংখ্যক সেনা ও সরঞ্জাম সরবরাহে ব্যর্থ হওয়ায় সেনা মোতায়েনে এ দেরি হলো। দেশটিতে এরই মধ্যে ফ্রান্স ২,০০০ এবং আফ্রিকান ইউনিয়ন ৬,০০০ সেনা মোতায়েন করেছে। ইইউ দেশটিতে ৮০০ থেকে ১,০০০ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রথম মুসলমান শাসক মাইকেল জোতোদিয়া গত জানুয়ারিতে পদত্যাগে বাধ্য হওয়ার পর দেশটিতে মুসলিম বিরোধী তৎপরতা তুঙ্গে ওঠে।  সশস্ত্র খ্রিস্টানদের হামলার মুখে হাজার হাজার মুসলমান ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

অনেক মুসলমান সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশ ক্যামরুন ও চাদে আশ্রয় নেন।  এ ছাড়া, সহায়-সম্বলহীন হাজার হাজার মুসলমান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের শরণার্থী শিবিরগুলোতে মাথাগোঁজার ঠাঁই করে নিয়েছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ