১৯৭১ সালের পর আসা বাংলাদেশিরা অবৈধ : রাজনাথ সিং

RAJNATH SINGআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিজেপি সভাপতি রাজনাথ সিং বলেছেন, আসামসহ ভারতের অন্যান্য অংশে বসতি স্থাপন করা বাংলাদেশিরা ভারতে অবৈধ। এদেরকে তার দেশে সহ্য করা হবে না। তার দল ক্ষমতায় এলে ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রতিবার নির্বাচনকে সামনে রেখে অবৈধ বাংলাদেশির জুজু তোলে বিজেপি। অন্য সময় এ বিষয়ে কোন কথা আর বলা হয় না। ফলে সত্যিকারার্থে অবৈধ বাংলাদেশি আছে নাকি এটা কেবলই ভোটের কৌশল তা বলা যাচ্ছে না।

করিমগঞ্জে এক সমাবেশে রাজনাথ সিং বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে কিভাবে নির্দিষ্ট কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করে ও বসবাস করে তা আমরা খতিয়ে দেখা শুরু করবো।

তিনি বলেন, কেউ যদি ভিসা, পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে তাতে আমাদের কোন সমস্যা নেই। তবে তারা যদি ফিরে না গিয়ে এখানে থেকে যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

১৯৭১ সালের পর যেসব বাংলাদেশি এসে ভারতে স্থায়ী হয়েছেন তাদেরকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে বলে জানান রাজনাথ। তিনি বলেন, সবাই জানে গত চার দশকে নির্দিষ্ট একটা সমাজের বাংলাদেশিরা বিপুল পরিমাণে এখানে এসে বসতি স্থাপন করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ