‘সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন’

imazges

শেখ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বলে হুমকি দিয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি।
শীর্ষ নেতাদের কারাগারে পাঠালেও আন্দোলনের গতি আরও তীব্র হবে বলে দাবি করেছে দলটি।

রোববার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বরসহ শীর্ষ পর্যায়ের নেতাদের জামিন না দিয়ে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর প্রতিবাদে বিএনপির এ নেতারা প্রিজন ভ্যানে ওঠার সময় সরকারকে এ হুমকি দেন।

স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ স্বৈরাচারী সরকার দেশের রাজনীতিবিদদের সম্মান দিতে জানে না। ৬০ বছরের রাজনৈতিক জীবনে দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। দেশের সুখ্যাতি-সম্মানের জন্য কাজ করে যাচ্ছি।”

দেশে আইনের শাসন বলতে কিছুই নেই উল্লেখ করে তিনি আরও বলেন, “এ স্বৈরাচারী সরকারের পতন একদিন হবেই।”
স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে আন্দোলন দমানো যাবে না। সরকারের পতন না হওয়া পযর্ন্ত আন্দোলন থামবে না।”

দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বলেন, “শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।”

এমআইআর/এসএ

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ