ছাগলনাইয়ায় ভোটগ্রহণের আগেই ১৮০০ ব্যালট পেপারে সিল

Feni ফেনীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ফেনীঃ ফেনীর ছাগলনাইয়ার পাঠান নগর কাছারি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ১৮০০ ব্যালট পেপার সিল মারা অবস্থায় পাওয়া গেছে। তবে এ ব্যাপারে সোমবার সকাল ৯টা পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহমেদ হোসেন জানান, রবিবার রাত সাড়ে ৩টার দিকে ক্ষমতাসীন দলের ১৫/২০ সশস্ত্র যুবক কেন্দ্রে এসে জোরপূর্বক দরজা খুলতে বাধ্য করে। কর্তব্যরত এসআই সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যরা বাধা দিলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর ওই যুবকরা ১৮টি ব্যালট বইয়ের সকল পাতায় সিল মেরে রাখে। সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হলে ৮টা ১০ মিনিটের দিকে সাংবাদিকরা সিলমারা ব্যালট পেপারের বিষয়টি জানতে পারেন। এ ব্যাপারে ইউএনওকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে নূর আহম্মদ মজুমদার বলেন, বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই ব্যালট পেপারে সিল মেরে রাখা হয়। ভোটগ্রহণ শুরু হলে ক্ষমতাসীন দলের ক্যাডাররা বাক্সে ঢোকানোর চেষ্টা করছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ