টি-টোয়েন্টি শেষ মাশরাফির
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে গরিবের ঘরের রাজপুত্র হিসেবে গণ্য, দুধে-ভাতে লালন করা হয় শত দুঃসময়েও, কিন্তু তার প্রতিদান কি তিনি এই টুর্নামেন্টে দিতে পারছেন!
নির্বিষ ছিলেন আগের ম্যাচগুলোতেও, পাকিস্তানের বিপক্ষে চূড়ান্ত এলোমেলো। ৪ ওভারে দিয়েছেন ৬৩ রান। ১৯তম ওভারে ২৪ রান দিয়ে পূরণ করেছেন ব্যর্থতার ষোলকলা। বাকি যা ছিল সেটা নতুন করে ইনজুরিতে পড়া। হয়েছে সেটাও!
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সময়ই ডান পায়ের হাঁটুতে ব্যথা অনুভব করেছিলেন মাশরাফি। পা’টা আরও ফুলে যাওয়ায় হোটেল থেকে মাশরাফি ফিরে গেছেন বাড়িতে। মানে তার বিশ্ব টি-টোয়েন্টি শেষ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফিকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। তার জায়গায় সুযোগ পেতে পারেন পেসার তাসকিন। তবে তাসকিনকে না ফিরিয়ে স্পিনার আরাফাত সানির কথাও ভাবছে টিম ম্যানেজম্যান্ট।