অর্থনৈতিক মুক্তি দুর্নীতির কারণে হয়নি: দুদক চেয়ারম্যান

dudok bodiuzzamanসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের উন্নয়নে প্রধান বাধা হলো দুর্নীতি। এটা খুবই দুঃখজনক যে স্বাধীনতা অর্জনের দীর্ঘ দিন পার হলেও দুর্নীতির কারণে আজও অর্থনৈতিক মুক্তি অর্জন করা সম্ভব হয়নি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামা সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বক্তৃতায় এ কথা বলেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান তিনি এ বক্তৃতা করেন।

দুদক চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। দুর্নীতির কারণে স্বাধীনতার পর কয়েক যুগ পার হলেও অর্জিত হয়নি অর্থনৈতিক মুক্তি। তাই অর্থনৈতিক উন্নয়ন করতে হলে ভবিষ্যতে অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ ছাত্র সংগঠন আদর্শ থেকে বিচ্যুত। আর এ কারণে ছাত্র ও যুব সমাজ দুর্নীতিগ্রস্ত। তাদের মধ্যে নৈতিক ও দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি করতে পারলে ভবিষ্যতে দুর্নীতি মুক্ত নেতৃত্ব বের হয়ে আসবে। দুর্নীতি প্রতিরোধে দুদক শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে বির্তক প্রতিযোগিতার আয়োজন করেছে তার মূল উদ্দেশ হলো দুর্নীতি মুক্ত নতুন নেতৃত্ব গড়ে তোলা।

অনুষ্ঠানে দুদক সচিব বলেন, বাংলাদেশে বর্তমানে ১৬ কোটি মানুষ রয়েছে। এর মধ্যে মাত্র ১ হাজার ৭৩ জন দুর্নীত প্রতিরোধে কাজ করে। তাই সবাইকে নিজ উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে মাধ্যমিকে চ্যাম্পিয়ন হয়েছে গাইবান্ধা জেলা ও রানার্স আপ কিশোরগঞ্জ জেলা দল। এছাড়া উচ্চমাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা জেলা ও রানার্স আপ বাগেরহাট জেলা দল। অনুষ্ঠানে তাদের মধ্যে পুরস্কার তুলে দেন দুদক চেয়ারম্যান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ