চট্টগ্রামে অধ্যক্ষকে কুপিয়েছে ছাত্রলীগ

satrolig ছাত্রলীগরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার নিজাম বিশ্ববিদ্যালয় কলেজে সোমবার দুপুরে অধ্যক্ষকে কুপিয়েছে ছাত্রলীগ। এরপর ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ অন্তত ১০জন আহত হয়েছে।

জানা গেছে, সকালে কলেজ ক্যাম্পাসে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সমর্থিত ছাত্রলীগ কর্মীরা শাহেদের নেতৃত্বে কলেজের বাইরে অবস্থান নেয়। এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন সমর্থিত ছাত্রলীগকর্মীরাও সেখানে অবস্থান নেয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর মন্ত্রীর সমর্থিত ছাত্রলীগ কর্মীরা ডিগ্রি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে কলেজ অধ্যক্ষ রফিকউদ্দিন তাদের বাধা দেন। এসময় তাকে কুপিয়ে জখম করে ছাত্রলীগের কর্মীরা। এতে তার ডান হাত কেটে যায়। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে গিয়াস উদ্দিন সমর্থিত ছাত্রলীগের কর্মীরা সেখানে এসে ফের সংঘর্ষে লিপ্ত হয়। এসময় শিক্ষকসহ উভয় গ্রুপের ১০জন ছাত্রলীগ কর্মী আহত হন।

গিয়াস উদ্দিন সমর্থিত ছাত্রলীগ কর্মী জিকু দে বলেন, ‘মন্ত্রীর সমর্থিত শাহেদ গ্রুপের ছাত্রলীগ কর্মীরা আমাদের ওপর হামলা করেছে। এতে কলেজ অধ্যক্ষসহ আমাদের ছয় ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।’তবে অভিযোগ অস্বীকার করে মন্ত্রী সমর্থিত ছাত্রলীগ নেতা শাহেদ বলেন, ‘কলেজ অধ্যক্ষকে কুপিয়ে আহত করার প্রশ্নই আসে না। এসব কাজ গিয়াস গ্রুপের ছেলেরা করেছে। উল্টো তারাই আমাদের ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা করেছে।’

অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, ‘সকালে ক্যাম্পাসের বাইরে ছেলেরা মারামারি করে। এরপর স্থানীয় শাহেদ গ্রুপের ছেলেরা দা, ছুরি অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করে। আমি একাডেমিক ভবনের গেটে দাড়িয়ে ছিলাম। কারণ ওই ভবনে ডিগ্রী পরীক্ষা চলছিল। এসময় তারা গেটে প্রবেশ করতে চাইলে আমি তাদের বাধা দিলে আমার ডান হাতে ছুরি দিয়ে কোপায়। এসময় অন্য শিক্ষকরা এসে আমাকে উদ্ধার করেন।’

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে কলেজ অধ্যক্ষ তাদের শান্ত করতে গিয়ে হাতে আঘাত পেয়েছেন। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ