তিমি শিকার বন্ধ করতে হবে জাপানকে: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাপানকে বার্ষিক তিমি শিকার বন্ধ করতে হবে বলে আদেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট ফর জাস্টিস (আইসিজে)। সোমবার জাপান বৈজ্ঞানিক উদ্দেশ্যে তিমি শিকারের জন্য যুক্তি স্থাপন করলে তা বাতিল করে দিয়ে এ আদেশ দেয় আদালত।
রিসার্চ প্রোগ্রামের দিকে ইঙ্গিত করে আদালত বলেছে, জারপা-২ এর সঙ্গে সংশ্লিষ্ট তিমি শিকারের কোন অনুমোদন, লাইসেন্স বা কর্তৃত্ব দিতে পারবে না জাপান। তিমি শিকার করার এ প্রোগ্রামের জন্য আর কোন অনুমোদন থেকে দেশটিকে বিরত থাকতে হবে।
আন্তর্জাতিকভাবে মুলতবি থাকা সত্ত্বেও বৈজ্ঞানিক গবেষণার দোহাই দিয়ে জাপান প্রচুর তিমি শিকার করে থাকে। দেশটির বাজারে ভোগ্যপন্য হিসেবে তিমির মাংস সচরাচর পাওয়া যায়।
প্রতি বছর বিপুল পরিমাণে তিমি শিকারের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে পরিবেশবাদীরা। তবে এতে সংশ্লিষ্ট দেশগুলো খুব একটা কান দেয় না।