কঠোর বাস্তবতা মেনে নেয়ার পরামর্শ ক্ষুব্ধ স্বজনদের

Malaysia biman মালয়েশিয়ান বিমানআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্ষোভ প্রদর্শন আর নয়। বরং কঠোর বাস্তবটাকে এ বার মেনে নিন। ‘নিখোঁজ’মালয়েশীয় বিমান এমএইচ-৩৭০ এর চীনা যাত্রীদের ক্ষুব্ধ পরিজনদের এমনই পরামর্শ দিল চীনেরই এক সংবাদপত্র। সোমবারে প্রকাশিত সম্পাদকীয়তে ওই পত্রিকার স্পষ্ট মত, মালয়েশীয় সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে ওই যাত্রীদের শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে এবার ভাবতে শুরু করা উচিত।

গত তেইশ দিন ধরে অবশ্য চীনা সংবাদমাধ্যমের কড়া সুর শুনেছে গোটা বিশ্ব। চীনের নিখোঁজ যাত্রীদের আত্মীয়দের প্রতিবাদ-বিক্ষোভকে রীতিমতো সমর্থন জানিয়েছেন তাঁরা। কোনও জোরদার প্রমাণ ছাড়াই কীভাবে এমএইচ-৩৭০-র শেষ পরিণতি ঘোষণা করে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বিক্ষুব্ধ পরিজনদের পাশাপাশি চীনা সংবাদমাধ্যমও এ প্রশ্ন বার বার তুলেছে। কিন্তু এ দিনের পর পরিষ্কার, সামান্য হলেও মালয়েশিয়ার বিরুদ্ধে সুর নরম করতে শুরু করেছে চীনের সংবাদমাধ্যম। সেই সঙ্গে তদন্তের কাজে অনেক সময়ই যে বেশ কিছু তথ্য জনসমক্ষে নিয়ে আসা সম্ভব নয়, সে কথাও জানিয়েছে ওই পত্রিকা। তাদের বার্তা, যতটুকু যা প্রমাণ আছে তা মেনে নিয়ে যাত্রীদের শেষকৃত্যের প্রস্তুতি শুরু করুন নিকটজনেরা।

তবে সে সব কথা শুনতে চান না আত্মীয়রা। গতকাল সোমবার কুয়ালালামপুরে সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য ক্ষমা চাইতে হবে মালয়েশীয় সরকারকে। এ দিন তাঁরা কুয়ালালামপুরের একটি বৌদ্ধ মঠে গিয়ে নিখোঁজ পরিজনদের জন্য প্রার্থনা করেন। এ দিন তাঁদের মুখপাত্র জিয়াং হুই বলেন, “সত্যি গোপন করছেন যাঁরা, তাঁদের কখনও ক্ষমা করব না।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট অবশ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “যা প্রমাণ মিলেছে তা থেকে এটা পরিষ্কার বিমানটি হারিয়েই গিয়েছে এবং সেটি ভারত মহাসাগরের দক্ষিণেই কোথাও তলিয়েছে।” তাঁর দাবি, নাজিব বিষয়টিকে জনসমক্ষে এনে ঠিক কাজ করেছেন। সংবাদমাধ্যম এ দিনও তাঁকে জিজ্ঞাসা করে, তদন্তের কাজ কবে নাগাদ শেষ হবে? জবাব মেলে, “আমি কোনও সময়সীমা দিতে পারব না।…তবে আরও বেশ অনেকটা সময় তল্লাশি চলবে।”

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ