রাজধানীতে ১৪৯টি স্বর্ণের বারসহ তিনজন পুলিশ সদস্য গ্রেফতার

police gold bar পুলিশ স্বর্ণমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পুলিশের তিন সদস্যই আত্মসাৎ করেছিলেন ১৪৯টি সোনার বার। এ ঘটনায় জড়িত এক উপপরিদর্শকসহ ওই তিন পুলিশ সদস্য ও এক সোর্সকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- রামপুরা থানার এসআই মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহিদ ও আকাশ এবং তাদের সোর্স রানা।

সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আবু ইউসুফ মঙ্গলবার এ তথ্য জানান।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ রামপুরা থানায় স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ কয়েকজনকে আটক করেছিল পুলিশ। সেসময় জব্দকৃত স্বর্ণের বারের সঠিক সংখ্যা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় তৎকালীন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দুবালা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাসিম আহমেদকে ক্লোজড করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ