বাংলাদেশের অবসাদ মুক্তির ম্যাচ আজ

bcb logo Bangladesh Cricket Board বাংলাদেশ ক্রিকেট বোর্ড লোগোস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তিনটি করে হারে সেমিফাইনালের রেস থেকে ছিটকে গেছে দুদলই। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার আজকের ম্যাচটা তাই কেবল আনুষ্ঠানিকতা। আগাম টিকিট কিনে রাখা ক্রিকেট সমর্থক ছাড়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে বাড়তি কোনো আকর্ষণ থাকার কথা নয় তাই। সবশেষ এমন আবহে বাংলাদেশ কবে ম্যাচ খেলেছে, মনে করা যাচ্ছে না! আত্মবিশ্বাস নামের জিনিসটি যেন বহু আগেই শীতের পাখির মতো বাংলাদেশ ছেড়ে ফিরে গেছে সাইবেরিয়ায়! অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে ফিরে আসতে পারে সেটা। কিন্তু সেটাও যেন ঢাকা-মেলবোর্নের মতই বহুদূরের পথ।

হাঁটু আর বুকের চোট নিয়েও টুর্নামেন্টে টানা খেলা মাশরাফি বিন মর্তুজা পাকিস্তান ম্যাচের পর আবারও বাইরে। তার পরিবর্তে গতরাতে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া তানকিন আহমেদ আজই খেলছেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ। গুমোট ঘরের জানালাটা যদি খুলতে পারেন এ তরুণ!

কিছুই না হারানোর ম্যাচে বাংলাদেশের প্রাপ্তির সম্ভাবনাও অবশ্য থাকছে। একটি জয়ে উৎসব কী সর্বগ্রাসী রূপ নেয়, সে ভালোই জানা আছে মুশফিকুর রহিমদের। কিন্তু একনিষ্ঠ অনুসারীরা আবার জানে টুর্নামেন্ট কিংবা সিরিজের শেষ ম্যাচটা লেজেগোবরে করে ফেলার বদভ্যাস আছে বাংলাদেশ দলের। সেই শ্রীলঙ্কা সিরিজ থেকে টানা ক্রিকেটের ক্লান্তির বহুগুণ বাড়িয়ে দিয়েছে বিরামহীন ব্যর্থতার গ্লানি। তাই আজকের ম্যাচটি শেষ হলেই বাঁচে বাংলাদেশ, অবসাদ থেকে তো মুক্তি মিলবে!

বিপরীতে ভারতের কাছে বিব্রতকর হারের পর হোটেলেই সময় কাটিয়েছেন জর্জ বেইলিরা। মনে হতে পারে বুঝি ‘আত্মগোপন’ করেছেন দসবাই। সে ভাবনার ডালপালা মুহূর্তেই ছেঁটে দিচ্ছে অস্ট্রেলিয়ার পেশাদারিত্ব। প্রতিপক্ষ দুর্বল বাংলাদেশ কিংবা টুর্নামেন্টের গুরুত্বহীন ম্যাচ বলেটলেও অজিদের পেশাদারিত্ব টলানো যাবে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ