মুসলমানদের সংশয় মোদীকে নিয়ে

norendra modi নরেন্দ্র মোদিআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে যথেষ্ট শঙ্কার মধ্যে রয়েছেন ভারতের মুসলমানরা। নির্বাচন যত এগিয়ে আসছে, বিভিন্ন জরিপে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর সম্ভাবনা ততই বাড়ছে। বিষয়টি ভারতের মুসলিমদের কিছুটা শঙ্কায় ফেলে দিচ্ছে। এর কারণ আসলে মোদীর অতীত ইতিহাস। তিনি অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা আন্দোলনে বিজেপির বয়োজ্যেষ্ঠ নেতা এল কে আদভানিকে সহযোগিতা করেছেন। নিজ রাজ্য গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয়। অবস্থা এমন হয়েছে যে, ভারতের অনেক মুসলমান মোদীর নাম শুনলেই পিছিয়ে যান। তার জনপ্রিয়তাকে অস্বীকার করতে চান অনেকেই।

সগির নামে অযোধ্যা দাঙ্গার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মুসলমানদের পেটানো হচ্ছে, কচুকাটা করা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে_ তা দেখার চেয়ে খারাপ আর কী হতে পারে?’

অযোধ্যার এই বিরোধে ধর্মান্ধ লোকজন বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়। হিন্দু ধর্মাবলম্বীদের দাবি, মসজিদটি হিন্দু দেবতা রামের জন্মস্থানের ওপর নির্মিত হয়েছিল। এ ঘটনা অনেক গভীর ক্ষত রেখে গেছে ভারতীয় মুসলমানদের স্মৃতিতে। তবে এর জেরে মোদীর ভারতীয় জনতা পার্টি জাতীয় ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বর্তমানে আইনি প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করে রাখার মাধ্যমে বাবরি মসজিদকে ঘিরে গভীর বিরোধ বেশ থিতিয়ে এসেছে। তবে অযোধ্যায় দাঙ্গার প্রত্যক্ষদর্শী মুসলি্ম সগির মনে করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদীর বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদের দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। রামমন্দির প্রতিষ্ঠা দীর্ঘদিন ধরেই বিজেপির অন্যতম এজেন্ডা। তাদের ইশতেহারে বাবরি মসজিদের জায়গায় রামমন্দির প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রয়েছে। ২০০২ সালে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে দাঙ্গার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। ওই দাঙ্গায় নিহত অধিকাংশই মুসলমান। এ সময় নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। অযোধ্যার মুসলিমদের অধিকার সংরক্ষণ আন্দোলনের প্রধান মাহবুব আহমেদ বলেন, আমার জীবনে মোদীর মতো কাউকে দেখতে চাই না। মোদী ছাড়া আর যেই আসে আসুক।’

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মাইনরিটি স্টাডিজ সেন্টারের মুজিবুর রহমান বলেন, মুসলিম সম্প্রদায় মোদীকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। যে বিষয়টি মুসলমানদের শঙ্কায় ফেলে দিচ্ছে তা হলো মোদী এমন এক লোক যার কি-না মুসলমানদের প্রতি যথেষ্ট সম্মান নেই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ