গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চট্টগ্রামে

chittagong চট্টগ্রামরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বন্দর টিলা এলাকায় শাহ প্লাজা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত নিউকন গার্মেন্টস কারখানা পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ৯টায় শ্রমিকরা এসে দেখেন গার্মেন্টস কারখানায় সীলগালা করে বড় বড় তালা ঝুলছে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। খবর পেয়ে শিল্প পুলিশ এবং ইপিজেড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে।

শ্রমিকদের দাবি কর্তৃপক্ষ ৩ মাসের বকেয়া বেতন না দিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানায় তালা লাগিয়ে দিয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সমাধানের জন্য মালিকপক্ষকে খুঁজলেও তাদের কোন হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।

এমনকি ম্যানেজারসহ অন্যন্য কর্মকর্তাদের ফোন বন্ধ রয়েছে।

ইপিজেড থানার ওসি আবুল মনসুর জানান, কারখানা বন্ধ দেখে সকালে শ্রমিকরা বিক্ষোভ করেছে। আমরা তাদের বুঝিয়ে কোন ধরনের অবরোধ কিংবা ভাঙচুর করতে দেইনি। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ