পরিকল্পনামন্ত্রীর বক্তব্য ভুল তথ্যে ভরা: অর্থমন্ত্রী

abul mal abdul muhit আবুল মাল আব্দুল মুহিতসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের বক্তব্য অজ্ঞতাপসূত উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পরিকল্পনা মন্ত্রী’র বক্তব্য ভূল তথ্যে ভরা। তিনি না বুঝেই অনেক বক্তব্য দিয়ে ফেলেছেন। আমাকে নিয়ে বলতে হলে তাকে আরো জানতে হবে।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রীর বক্তব্যের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগের দিন (সোমবার) পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের তীব্র সমালোচনা করে বলেন, প্রতিবছর উনি (অর্থমন্ত্রী) বিশাল বাজেট দেন কিন্তু বাস্তবায়ন করতে পারেন না। বাজেট দিতে দিতে শুয়ে পড়েন।
অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রীকে বলেন, ‘আমাকে নিয়ে বলতে হলে পরিকল্পনা মন্ত্রীকে আরো জানতে হবে। পরিকল্পনা মন্ত্রী বক্তব্য ভূল তথ্যে ভরা। তিনি না বুঝেই অনেক বক্তব্য দিয়ে ফেলেছেন। এর চেয়ে আর বেশি কিছু বলবো না।
বিশ্ব ব্যাংকের বিবরুদ্ধে মামলা করার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যা আমি বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কথা বলেছি। আমি তা করবো। তবে এখন নয়, আমি অবসরে যাওয়ার পর করবো।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ