হাইকোর্টের নির্দেশ অনিবন্ধিত মোবাইল সিম বন্ধের জন্য
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের সব মোবাইল অপারেটরের রেজিস্ট্রেশনবিহনীন (অনিবন্ধিত) সিম কার্ড বন্ধ করার জন্য অন্তবর্তীকালিন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাই কোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
একইসঙ্গে রুল অনবিন্ধত সিম কার্ড বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্র ও আইন সচিব, সব মোবাইল কোম্পানির সিইওসহ সংশ্লিষ্ট ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত তার আদেশে বলেন, সব অনিবন্ধিত সিম কার্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। তবে কোনো ধরনের সময় বেঁধে দেননি।
রিজিস্ট্রেশনবিহীন(অনিবন্ধিত) সিমের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি ও চাঁদাবাজি করা হয়। সুতরাং এসব সিম বন্ধ করার আদেশ দেয়া হোক মর্মে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন।
একইসঙ্গে মোবাইলের মাধ্যমে হুমকি ও চাঁদাবাজির তথ্য আদালতে উপস্থাপন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।