জিএসপি ফিরে পেতে ১৫ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রকে রিপোর্ট: বাণিজ্যমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রকে শর্ত পূরণের রিপোর্ট পাঠানোর কথা উল্লেখ করে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রকে রিপোর্ট পাঠানো হবে। জিএসপি সুবিধা ফিরে পেতে তাদের বেঁধে দেওয়া শর্ত পূরণে বাংলাদেশের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বানিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনার সং্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
বানিজ্যমন্ত্রী বলেন, জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয় সব শর্ত পূরণ প্রায় শেষ করে এনেছে সরকার। ইপিজেড’এ ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার কাজ এগুচ্ছে। শর্ত পূরণের পর আগামী ১৫ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রকে রিপোর্ট পাঠানো হবে।
তোফায়েল আহমেদ বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া শর্ত পূরণে বাংলাদেশের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তিনি আরো জানান, পোশাক শিল্পের মালিক-শ্রমিকদের নানা সমস্যা সমাধানে চলতি মাসের মধ্যেই ‘সমস্যা নিরশন কমিটি’ নামে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার।