আ.লীগ ক্যাডারদের মতো বক্তব্য দিচ্ছে নির্বাচন কমিশন: রফিকুল ইসলাম
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ‘আওয়ামী লীগ ক্যাডারদের মতো নির্বাচন কমিশন বক্তব্য দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। কিন্তু তারা তা না করে ‘নাকে খত দিয়ে নির্বাচনে আসার’ মতো বিতর্কিত সব বক্তব্য দিচ্ছে। কমিশনের এমন বক্তব্য আওয়ামী লীগ ক্যাডারদের বক্তব্যকে ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তি দাবিতে স্থানীয় যুবদল এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে
বিএনপিকে উদ্দেশ্য করে রোববার ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, ‘নাকে খত দিতেছেন তো। আর কী কথা।’
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন সঠিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর আদেশ পালনে ‘আজ্ঞাবহ’ হিসেবে কাজ করছে।
তিনি বলেন, ‘অনেকে বলে থাকেন, এ সরকারের অধীনে নির্বাচনে গেলে বিএনপি ক্ষমতায় আসতো। কিন্তু তাদের উদ্দেশে বলতে চাই, হাসিনার অধীনে নির্বাচনে গেলে কোনোদিনই তা বাস্তবে রূপ নিতো না। উপজেলা নির্বাচনের মাধ্যমে সেটি প্রমান হয়েছে এবং নিরপেক্ষ সরকারের দাবি জোরালো হয়েছে।
নিরপেক্ষ নির্বাচন ছাড়া বিএনপি কোনো দিনই নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দেন স্থায়ী কমিটির এ সদস্য।
রফিকুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। পুলিশের ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে।
সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে ক্ষমতাসীনদের বাধ্য করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মাসুদ আহমেদ মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।