আড়াইহাজারে ভোট ডাকাতির অভিযোগে হরতাল পালিত

nayaranganj district map নারায়ণগঞ্জ জেলা ম্যাপরিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৩১ মার্চ অনুষ্ঠিত পঞ্চম দফার নির্বাচনে ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের অভিযোগে ১৯ দলীয় জোটের প্রার্থীরা নির্বাচন বর্জন এবং পুনরায় ভোট গ্রহণের দাবীতে  মঙ্গলবার হরতালের ডাক দেয়। মঙ্গলবার উপজেলা বিএনপির নেতা ১৯ দলীয় জোটের নির্বাচন সমন্নয়ক মো. আনোয়ার হোসেনের (অনু) নেতৃত্বে আড়াইহাজার-ভুলতা সড়কের পৌরসভা বাজারে ডাকবাংলা রোডে হরতালের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল পরবর্তী এক সাংবাদিক সম্মেলনে আনোয়ার হোসেন অনু ভোট ডাকাতির প্রতিবাদ ও পুনর্নির্বাচনের দাবীতে হরতাল সফল হয়েছে বলে দাবী করেন।

এ সময় তিনি বলেন, ‘৩১ মার্চ দিনভর ক্ষমতাসীন দলের লোকজন উল্লাস করে জাল ভোট দিয়ে তাদের দলীয় তিন প্রার্থীকে বিজয়ী করে। অথচ প্রধান নির্বাচন কমিশনারসহ ক্ষমতাসীন দলের এমপি, মন্ত্রীরা বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

তিনি বলেন, ‘জোরপূর্বক ভোট কেন্দ্র দখল করে বিজয়ী হওয়ার মধ্যে কোনো আনন্দ নেই, কৃতিত্ত্ব নেই এবং বাহাদুরীও নেই। নির্বাচনের দিন কীভাবে ভোট ডাকাতি করা হয়েছে তা উপজেলাবাসী দেখেছেন। সঠিকভাবে  নির্বাচন হলে ১৯ দলীয় জোটের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করত।’

এ সময় ১৯দলীয় জোট সমর্থিত প্রার্থী পারভীন আক্তার বলেন, ‘স্থানীয় এমপির আজ্ঞাবহ প্রশাসন এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের লোকজন জাল ভোট দিয়ে বাক্স ভরে দিয়েছে। পরাজিত হওয়ার ভয়ে আওয়ামী লীগের লোকজন  সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি-ধমকি দিয়েছে এবং ১৯দলের এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দিয়েছে।’ পারভীন অভিযোগ করে বলেন, ‘স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ