প্রধানমন্ত্রীর খাস গোলাম ভারপ্রাপ্ত ইসি: খন্দকার মাহবুব
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবাররককে প্রধানমন্ত্রীর খাস গোলাম হিসেবে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস অ্যান্ড সোসাল ডেভলপমেন্ট অরগানাইজেশন আয়োজিত ‘অবরুদ্ধ গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, পঞ্চম দফা উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের স্বাধীনতা বলতে কিছু নেই। তারা সরকারের একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর এটা প্রমাণ হয়েছে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারকের বক্তব্যের মধ্য দিয়ে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে। এতে মনে হয় না, তারা ৫ বছরের আগে ক্ষমতা ছাড়বে।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আগামী ৫ বছর আগে ক্ষমতা ছাড়তে না চাইলে আপনাদের করুণভাবে বিদায় নিতে হবে। তখন আর পুলিশের অস্ত্র কাজে লাগবে না।
তিনি অভিযোগ করেন, বর্তমান দেশে কোনো গণতন্ত্র ও মানবাধিকারের অস্তিত্ব নেই। কারণ আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও মানবাধিকার হত্যা করেছে।
উপজেলা নির্বাচনে সরকারদলীয় সমর্থিত প্রার্থীরা ভোটকেন্দ্র দখল ও জালভোট প্রদান করে ফলাফল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রমীজ উদ্দিন রুমীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. সিমকী ইমাম প্রমুখ।