জরিমানা হয়েছে দিলশানের
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত অনেক বেশি ভোগাচ্ছে এবারের বিশ্ব টি-টোয়েন্টিতে। নিউজিল্যান্ডের বিপক্ষেই যেমন বল ব্যাটে না লাগলেও আম্পায়ার আলিম দার আউট দিয়েছিলেন কুশল পেরেরাকে। একই ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সঙ্গে দ্বিমত পোষণ করার আচরণবিধি ভেঙেছিলেন তিলকরত্নে দিলশান। এজন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুণতে হলো তাকে।
ঘটনা লঙ্কানদের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে। ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টের বলটি দিলশানের গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে গেলেও আউট হন। কিন্তু লঙ্কান ব্যাটসম্যান আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে অপারগতা প্রকাশ করেন।
মাঠের আম্পায়ার রড টাকার ও আলীম দার, থার্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রিজার্ভ আম্পায়ার স্টিভ ডেভিস অভিযোগ দায়ের করেন।
তবে দিলশান অভিযোগ মেনে নেয়ায় শুনানির দরকার হয়নি আর।সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি ৫৯ রানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে লঙ্কানরা।