সৌদি বাদশাহর দুই মেয়ে বন্দিত্বের বর্ণনা দিলেন

Saudi Arabia সৌদি আরবআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ একটি রাজপ্রাসাদে আটক সৌদি বাদশাহ আব্দুল্লাহর দুই মেয়ে প্রথমবারের মতো তাদের ১৩ বছরের বন্দিদশার বর্ণনা দিয়েছেন।

প্রিন্সেস সাহার ও প্রিন্সেস জাওয়াহের ব্রিটিশ টিভি চ্যানেল-৪ নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে  বলেছেন, জেদ্দায় তাদেরকে যে প্রাসাদে রাখা হয়েছে তার বাইরের জগতের সঙ্গে তাদেরকে যোগাযোগ করতে দেয়া হয় না।

তাদের অন্য দুই বোন মাহা ও হালাকে অন্য একটি বাসভবনে আটক রাখা হয়েছে। সাহার ও জাওয়াহের বলেন, বহির্জগতের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করে একঘরে এবং একাকী অবস্থায় রাখা হয়েছে। এ জন্য তাদের পিতা  বাদশাহ আব্দুল্লাহ দায়ী বলে তারা মন্তব্য করেন।

৪২ বছর বয়সী সাহার বলেন, রাজ পরিবারের মেয়ে হয়ে আমরা কেন আমাদের ইচ্ছার বিরুদ্ধে বন্দি থাকব? আমার মনে আমাদেরকে পণবন্দি অবস্থায় রাখা হয়েছে। জাওয়াহের দেশের অন্য মানুষের অবস্থা ভেবে শঙ্কা প্রকাশ করে বলেন, বাদশাহ যখন নিজ সন্তানদের সঙ্গে এ আচরণ করতে পারেন তখন দেশের মানুষের সঙ্গে তার আচরণ কেমন হতে পারে একবার ভেবে দেখুন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ