সাবেক চীনা জেনারেল দুর্নীতিতে দায়ে অভিযুক্ত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চীনের সাবেক জেনারেল গু জুনশানকে দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যয় ও ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিযুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর সাবেক ডেপুটি লজিস্টিক চিফ জেনারেল গু হচ্ছেন ২০০৬ সালের পর বিচারে মুখে পড়তে যাওয়া সবচেয়ে সিনিয়র জেনারেল।
২০১২ সালে জেনারেল গু’কে তার পদ থেকে অপসারণ করা হয়। তারপর থেকে তদন্তের মুখে আছেন তিনি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিন কমিউনিস্ট পার্টির সব ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার শপথ করেছেন। এরই প্রেক্ষিতে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সিনহুয়ার খবরে বলা হয়, দুর্নীতি করে অনেক সম্পদ বানিয়েছেন গু। তার অনেক দামি দামি বাড়ি ও অ্যাপার্টমেন্ট রয়েছে।
উল্লেখিত অভিযোগগুলোর ভিত্তিতে জেনারেল গু’র মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সাংবাদিকরা বলছেন, চীনে সিনিয়র সেনা কর্মকর্তাদের এমন বিচারের মুখে দাঁড় করানোর ঘটনা বিরল।