শ্রমিক দল নেতা খুন: হরতাল চলছে টাঙ্গাইলে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, টাঙ্গাইলঃ সংগঠনের নেতা খুনের প্রতিবাদে টাঙ্গাইল শহরে আধাবেলা (৬টা-১২টা) হরতাল চলছে । জাতীয়তাবাদী শ্রমিক দল এই হরতালের ডাক দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল শেষে ভিক্টোরিয়া রোডে পথসভায় হরতালের ঘোষণা দেন বিএনপির শ্রমিক সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক।
এর আগে বিকালে সদর উপজেলার বিল ঘারিন্দা বাইপাস এলাকায় দুর্বৃত্তরা হত্যা করে শ্রমিক দলের টাঙ্গাইল জেলার সাংগঠনিক সম্পাদক গোলাম আজমকে।
নিহত আজম বিল ঘারিন্দা গ্রামের আফজ উদ্দিন মাস্টারের ছেলে। স্ত্রী জান্নাতুল ফাতেমার সামনেই তার ওপর হামলা হয়।
ফাতেমার বরাত দিয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিকেলে আজম বাড়ির কাছে তার আসবাবপত্রের দোকানে বসেছিলেন।
“তিনটি মোটরসাইকেলে ৫ যুবক এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তারা।”
স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়। ঢাকা নেয়ার পথে মির্জাপুরে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই আশরাফুল জানান, তার শরীরে তিনটি গুলি ও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ময়নাতদন্ত শেষে আজমের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাত পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি। তবে তিনি বলেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।