চিলিতে ভূমিকম্পে ২ জন নিহত, সুনামির সতর্কতা

chile sunamiআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চিলির উপকূলে ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা করা হচ্ছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে। এছাড়া প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশ চিলির সব উপকূল সুনামির সতর্ক বার্তার আওতায় রয়েছে বলেও সংস্থাটি থেকে জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৬টা বেজে ৪৬ মিনিটে চিলির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইকুয়িকির ৬১ মাইল এলাকা জুড়ে এ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে ১৬ মার্চ চিলির প্রশান্ত সাগরীয় উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ