বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে বান্দরবানে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, বান্দরবানঃ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজ সেবাসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অটিজম ফেস্টুনসহ বর্ণ্যঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে জেলা প্রশাসক সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক কাঞ্চনজয় তঞ্চঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মতিউর রহমানসহ এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।