রাজধানীর এয়ারপোর্ট রোডে বাসচাপায় নিহত ৪
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর এয়ারপোর্ট রোডে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে দু’জন হলেন উত্তরার দক্ষিণ মোল্লার টেকের বাসিন্দা বিলকিস বেগম (৪৫) ও গোপালগঞ্জের গোপালপুর গ্রামের তাজউদ্দিন আহমেদ (৪২)। আরো দুজনের পরিচয় এখনো জানা যায়নি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দর গোলচত্বরের উত্তর পাশের ফুটপাথে উঠে পড়ে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ প্র্রাইমনিউজ.কম.বিডিকে জানান, জাবালে নূর পরিবহনের বাসটি পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।
বিমানবন্দর থানার ওসি শাহ আলম জানান, সোয়া ১১টার দিকে মৃতদেহগুলো থানায় এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, একটি বাস বিমানবন্দর গোলচত্বরের উত্তর পাশে ফুটপাথে উঠে যায়। এ সময় সেখানে থাকা চার পথচারী চাপা পড়েন। ঘটনার পর পরই বাসটি দ্রুতবেগে পালিয়ে যায়। ‘জাবালে নূর’ নামে ওই পরিবহনটি মিরপুর-আবদুল্লাপুর পথে চলাচল করে।