নেইমারের গোলের সুবাদে সমতায় বার্সা
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবারের রাত লিওনেল মেসিদের কাছে দুঃস্বপ্নের রাত হতেও পারত৷ ক্যাম্প ন্যু-তে শেষ পর্যন্ত নেইমারের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ১-১ ড্র করে মান বাঁচাল বার্সেলোনা।
দিয়েগো কোস্তার পরিবর্তে মাঠে নেমে নায়কের সম্মান ছিনিয়ে নিয়েছিলেন দিয়েগো রিবাস৷ অল্পের জন্য তা হতে দেননি নেইমার৷ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশা মেটাতে ব্যর্থ মেসি-ইনিয়েস্তারা৷ প্রধমার্ধ্ব গোলশূন্যভাবে শেষ হয় বার্সেলোনা-অ্যাটলেটিকো ম্যাচ৷ কিন্তু, দ্বিতীয়ার্ধ্বের ১১ মিনিটের মাথায় গোল করে অ্যাথেলিটকোকে এগিয়ে দেন রিবাস৷ ৩০ গজ দূর থেকে দুর্দান্ত গোল করেন তিনি৷ ১৯ মিনিট পর নেইমারের গোলে সমতা ফেরায় বার্সেলোনা৷ ঘরের মাঠে ড্র করায় ৯ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে চাপেই থাকবে বার্সেলোনা৷ এ কথা স্বীকার করে নেন জাভি হার্নান্ডেজ৷ তিনি বলেন, ‘অ্যাটলেটিকোকে আমরা হালকা ভাবে নিইনি৷ চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচই ওরা দারুণ খেলছে৷ ওদের গোলটা আমাদের কাছে লজ্জার৷ আমরা সুযোগ গুলো কাজে লাগাতে পারিনি৷ অ্যাওয়ে ম্যাচে আমাদের গোল করতে হবে৷ সুতরাং এদিনের ফলাফল আমাদের কাছে মোটেই খুশির নয়।’
ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় দারুণ সুযোগ পেয়েছিলেন অ্যাথলেটিকোর ডেভিড ভিলা৷ কিন্তু, দুর্দান্ত সেভ করেন বার্সা গোলকিপার ম্যানুয়েল পিন্টো৷ মিনিটখানেক পরেই বার্সাকে এগিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করেন মেসি৷ ২৪ মিনিটে মাথায় দলকে এগিয়ে দেওয়ার সুযোগ ছিল নেইমারের সামনেও৷ কিন্তু, ব্রাজিলীয় স্ট্রাইকারের দুর্বল হেড আটকাতে বেগ পেতে হয়নি অ্যাটেলিকো গোলকিপারকে৷ বরং পিন্টোর কর্নার ৩০ গজ দূর থেকে ৫৬ মিনিটে দর্শনীয় গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে রিবাস৷ ঘরের মাঠে হার বাঁচাতে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠেন মেসি-ইনিয়েস্তারা৷ শেষ পর্যন্ত ৭১ মিনিটে ইনিয়েস্তার থ্রু থেকে গোল করে সমতা ফেরান বার্সার ব্রাজিলীও স্ট্রাইকার নেইমার৷ ঘরের মাঠে গোল খাওয়ায় ফিরতি লিগে মাদ্রিদে ব্যাকফুটে থেকেই শুরু করবে বার্সেলোনা।