সাদ হত্যায় উত্তাল বাকৃবি ক্যাম্পাস
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেধাবী শিক্ষার্থী সাদ ইবনে মমতাজের হত্যাকারীদের বিচার ও বিশ্ববিদ্যালয় হতে তাদের বহিষ্কারের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাকৃবি ক্যাম্পাস। বুধবার সকালে সব ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করছে তারা।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সব ক্লাস-পরীক্ষা বর্জন করে অনুষদগুলোর সামনে জড় হতে শুরু করে। সকাল ১০টার দিকে মৎস্য বিজ্ঞান অনুষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। একই সময়ে বিভিন্ন অনুষদ হতে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হতে শুরু করে। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ, আবাসিক হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় প্রশাসন ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনের ভেতরে অবস্থানরত প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। আন্দোলনকারী শিক্ষার্থীরা হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত সকল অনুষদে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে অবস্থান ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেয়। এ সময় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এদিকে, সাদের হত্যাকারীদের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে মিছিল করে বিভিন্ন অনুষদীয় সমিতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সহপাঠী এবং ছাত্রলীগ নেতা-কর্মীর নির্যাতনে মৃত্যুবরণ করেন ছাত্রলীগ আশরাফুল হক হল শাখার সাংগঠনিক সম্পাদক সাদ ইবনে মমতাজ।