দুর্নীতির দায়ে সড়ক বিভাগের প্রকৌশলীর সাজা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবৈধ সম্পদের অর্জনের মামলায় সড়ক ও জনপথের এক সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে আব্দুল মালেক নামে ওই প্রকৌশলীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ রায় দেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, দণ্ডের পাশাপাশি রায়ে মালেকের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ধানমণ্ডি শাখায় থাকা তিন কোটি এক লাখ টাকার এফডিআর, পল্লবীতে একটি পাঁচতলা ভবন, ধানমণ্ডিতে তিনটি ফ্ল্যাট, গুলশানে একটি ফ্ল্যাট, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাও আদেশ দিয়েছে আদালত।
মামলায় তার স্ত্রী আম্বিয়া খাতুনকে খালাস দেয়া হলেও তার নামে থাকা ৩০ লাখ টাকার এফডিআর বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।
২০০৬ সালের ৫ জুন দুদকের তৎকালীন পরিদর্শক বর্তমান উপপরিচালক এসএমএম আখতার হামিদ ভূইয়া ধানমণ্ডি থানায় এ মামলা করেন।
রায়ের সময় জামিনপ্রাপ্ত মালেক এবং আম্বিয়া আদালতে উপস্থিত ছিলেন।