নাইজেরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২১

Nigeria map নাইজেরিয়াআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এতে ছয় হামলাকারীও নিহত হন। নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় মাইডুগুরি শহরের ঠিক বাইরে মঙ্গলবার শেষ বেলায় এ হামলা চালানো হয়।

শহরে ঢোকার মুখে একটি চেকপয়েন্টের কাছে বিস্ফোরকভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। কর্তৃপক্ষ বলছে, ইসলামপন্থী বোকো হারাম এ হামলা চালিয়েছে।

নাইজেরিয়ার সরকারি হিসাবে বলা হয়েছে, চলতি বছরের গত তিন মাসে দেশটির দূরবর্তী উত্তর-পূর্বাঞ্চলে উগ্রপন্থীদের সহিংসতায় অন্তত ১,৫০০ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের প্রায় অর্ধেক বেসামরিক ব্যক্তি বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে।

নিহতদের সংখ্যা বাড়ার জন্য অ্যামনেস্টি বোকো হারামের হামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর চরম প্রতিশোধমূলক মনোভাবকেও দায়ী করেছে। বোকো হারামের তৎপরতা দমন করার লক্ষ্যে গত বছর মাইডুগুরিসহ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ