চোরাই গাড়িসহ গ্রেফতার ১৬

arrest গ্রেফতাররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীসহ দেশব্যাপী একাধিক অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ৪১টি চোরাই যানবাহন উদ্ধার ও ১৬ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা যানবাহনের মধ্যে ২২টি বিভিন্ন গাড়ি, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল রয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, কয়েক সপ্তাহ ধরে একটি বিশেষ ড্রাইভের মাধ্যমে গাড়ি চোরাই প্রতিরোধ এবং চোরাইকরা গাড়ি উদ্ধারসহ সংঘবদ্ধ গাড়ি চোরদের গ্রেফতারের জন্য সম্মিলিতভাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের চারটি বিভাগ অভিযান চালাচ্ছে।

ডিবির গাড়ি চুরি প্রতিরোধ টিমের (দক্ষিণ) সদস্যরা এসি মুহাম্মদ মহিদুর রহমানের নেতৃত্বে ঢাকাসহ চট্টগ্রাম, নারায়নগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও যশোর জেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১৪টি প্রাইভেটকার, তিনটি সিএনজি চালিত অটোরিকশা, একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করে।

এসময় আটক হয় গাড়ি চোর দলের আটজন সদস্য।

এরা হলো আব্বাস আলী ওরফে নয়ন, মো. ফারুক হোসেন, দিপু, নয়ন, ইউনুছ, মো. মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক, সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের দলনেতা সেলিম ওরফে আকাশ ও ফরহাদ হোসেন।

অপরদিকে ডিবির গাড়ি চুরি প্রতিরোধ টিমের (উত্তর) সদস্যরা এসি মো. রায়হানুল ইসলাম ও ক্রাইম এনালাইসিস টিমের (উত্তর)-এসি মো. গোলাম সাকলায়েনের নেতৃত্বে একাধিক টিম ঢাকাসহ অন্যান্য জেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে সাতটি প্রাইভেটকার, ১৫টি সিএনজি চালিত অটোরকিশা, একটি মোটরসাইকেল উদ্ধার করে। এসময় আটক করা হয় গাড়ি চোর দলের আটজন সদস্যকে। এরা হচ্ছে মো. তোফাজ্জল হোসেন, আবদুর রহমান, মো. নজরুল ইসলাম ওরফে মঞ্জু, মো. আমীর, মো. বাবু, মো. মামুন খান, মো. বিল্লাল খান ও নয়ন মিয়া।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ