হারবাল কারখানা সিলগালা, আটক ৫জন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, বগুড়াঃ বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদ নগর এলাকায় লিবারেট ল্যাবরেটরীজ নামের একটি হারবাল কারখানায় বুধবার সকালে অভিযান চালানো হয়েছে। এ সময় নিম্নমানের হারবাল ওষুধ উদ্ধার ও কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে সাতটি ড্রাম ভর্তি তরল ভিটামিন জাতীয় হারবাল ওষুধ, বড় বড় কার্টুন প্রায় ৩৫টি, চার বস্তা খালি শিশির বোতল, মোড়ক, লেবেল, বাজারজাত করনের জন্য বিভিন্ন প্রকার খোলা ওষুধ ও ওষুধ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযান পরিচালনাকালে কারখানায় কোন ফার্মাসিস্টকে পায়নি ভ্রাম্যমাণ আদালত। এসময় চার জন মহিলা শ্রমিক ও একজন পুরুষ শ্রমিকসহ কারখানা ম্যানেজার মিজানুর রহমানকে আটক করা হয়। লিবারেট ল্যাবরেটরীজের মালিক আব্দুল মজিদ শহীদ নগরে ভাড়া বাসা নিয়ে নিম্নমানের ওষুধ তৈরী করে বাজারজাত করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিম্নমানের ওষুধ উদ্ধার করার পর কারখানা সিলগালা করা হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সাজা দেওয়া হয়েছে।