সংবিধান লঙ্ঘন করেছে ইসি : বিএনপি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উপজেলা নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে ইসির একজন কমিশনারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংস্থাটির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএনপি।
বুধবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, “সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। বর্তমান নির্বাচন কমিশন বলেছে, বিএনপিকে নাকি নাকে খত দিয়ে রাজনীতি করতে হবে। এ ধরনের বক্তব্য নির্বাচন কমিশন দিতে পারেন না। এটা সংবিধানের সম্পূর্ণ লঙ্ঘন।”
দেশের একটি বড় রাজনৈতিক দল নিয়ে এ ধরনের বক্তব্য দেয়ায় ইসির কর্মকাণ্ড তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন তিনি।
গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারক বিএনপির জাতীয় নির্বাচনে অংশ না নেয়া এবং উপজেলা নির্বাচনে দলীয় সমর্থন দেয়ার প্রসঙ্গ টেনে বলেন, তারা আগে নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন অভিযোগ তুললেও এখন ‘নাকে খত’ দিয়ে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও তার বিভিন্ন বক্তব্যে বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন, অথর্ব বলার পাশাপাশি তাদের বিরুদ্ধে সরকারের ‘আজ্ঞাবহ’ হয়ে কাজ করার অভিযোগ করেছেন।
চলমান উপজেলা নির্বাচনেও ইসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি হয়।
এর আগে সকালে মহিলা নেতৃবৃন্দ প্রেস ক্লাবের সড়কের সামনে কর্মসূচির জন্য সারিবদ্ধভাবে দাঁড়ালে পুলিশ বাঁধা দেয়। পরে অতি অল্প সময়ে কর্মসূচি শেষ করার শর্তে নেতা-কর্মীদের দাঁড়াতে দেয় পুলিশ।
সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে রফিকুল ইসলাম মিয়া বলেন, “নির্বাচন কমিশন আমাদের সমস্ত নির্বাচনী প্রক্রিয়া ভেঙ্গে দিয়েছে। পাঁচ দফায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে কীভাবে ভোট ডাকাতি হয়েছে, ব্যালট পেপারে সিল মেরে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী দেখেছে।”
প্রথম দিকে পিছিয়ে থাকলেও শেষ দুই পর্বের ফলে বিএনপিকে ছাড়িয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘরে তুলেছে আওয়ামী লীগ। পাঁচ পর্ব মিলিয়ে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যানের সংখ্যা ২৩১ জন। বিএনপির চেয়ারম্যানের সংখ্যা ১৬১ জন।
পঞ্চম পর্ব নিয়ে দেশের ৪৮৭ উপজেলার ৪৫৯টিতে নির্বাচন শেষ হয়েছে। এর মধ্যে ৪৫৪টির ফলাফল পাওয়া গেছে।
দেশে দুইরকম আইন প্রয়োগ হচ্ছে অভিযোগ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, “একদিকে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার তো হয়নি, উল্টো আরো লাখ লাখ মিথ্যা মামলা দেয়া হয়েছে।”
এভাবে চলতে থাকলে বিএনপি চুপ করে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে গঠিত চার্জ প্রত্যাহারেরও দাবি জানান এই আইনজীবী।
সংগঠনের সভানেত্রী নুরী আরা সাফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপি সহসভাপতি সেলিমা রহমান ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য রাখেন।