ঢাকার চকবাজারে গুদামে আগুন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পুরান ঢাকার চকবাজারে এক গুদামে অগ্নিকাণ্ডে তিনজন আহত হয়েছেন।
অগ্নিদগ্ধ এই তিনজন হলেন- মফিজ (৪২), কবির হোসেন (৩০) ও আব্দুল আজিজ (৩০)। তাদের প্রত্যেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে চকবাজার হেকিম হাবিবুর রহমান রোডের একটি ছয়তলা ভবনের চারতলায় আগুন লাগে।
অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানিয়েছেন।
বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক কৌশিক বলেন, আহতদের মধ্যে কবিরের শরীরের ৮৫ ভাগ এবং আজিজের ৫০ ভাগ পুড়েছে। মফিজের পুড়েছে শরীরের ৩০ ভাগ।
“কবির হোসেন এবং আব্দুল আজিজের অবস্থা আশঙ্কাজনক,” বলেন এই চিকিৎসক।
আজিজের ছোট ভাই শাহাদাত বলেন, গুদামে আগুন লাগার খবর শুনে ছুটে এসে দেখেন তার ভাই পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি অগ্নিদগ্ধ আজিজ।
“কোথা থেকে আগুন লাগল, তা আমরা বুঝতে পারছি না,” বলেন তিনি।