ল্যাপটপ পেলেন সংসদ সদস্যরা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন ‘মাননীয় সংসদ সদস্যগণের কানেক্টিভিটি সৃজন ও জাতীয় সংসদে ইন্টারনেট অ্যাপ্লিকেশন তৈরির কর্মসূচি’র আওতায় সংসদ সদস্যগণের মধ্যে ল্যাপটপ বিতরণ ও অবহিত কর্মশালা শুরু হয়েছে।
তিন দিনব্যাপী এ কর্মশালা মঙ্গলবার শুরু হয়েছে। বুধবার কর্মশালার দ্বিতীয় দিনে সংসদ সদস্যদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, ‘সংসদ সদস্যদের মধ্যে ল্যাপটপ বিতরণ ও এর ব্যবহার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নেবে। এর মাধ্যমে ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।’
সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ বলেন, ‘তথ্য প্রযুক্তির বহুল ব্যবহারের ফলে পৃথিবী আরও ছোট হয়ে এসেছে এবং জীবনযাত্রা সহজতর হয়েছে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে দেশের বর্তমান প্রজন্মসহ সকল জনগণের কাছে তথ্য-প্রযুক্তি সহজলভ্য করে তুলতে হবে।’
সংসদ সদস্যের মধ্যে ল্যাপটপ বিতরণ সেই লক্ষ্য অর্জনকে আরও সহজতর করবে বলে চিফ হুইপ উল্লেখ করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্যসহ জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।