চিলিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে এবার ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামি সর্তকতা। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস সার্ভে জানায়, স্থানীয় সময় বুধবার রাতে চিলির উত্তরাঞ্চলীয় উপকূল ইকুয়িকে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় বন্দর ইকুয়িক থেকে ১২ মাইল দক্ষিণে সমুদ্রগর্ভ থেকে ১২.৪ মাইল গভীরে।
ভূমিকম্পের পর চিলি ও পেরুতে সুনামি সর্তকতা জারি করা হয়েছে। নিচু এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৭.৪ বলা হলেও পরে তা বাড়িয়ে ৭.৬ করা হয়। মঙ্গলবার ও বুধবারের ভূমিকম্পের স্থান একই।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাতে একই এলাকায় ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের প্রাণহানি ঘটে। সে সেময় জারি করা হয় সুনামি সর্তকতা।
২০১০ সালে চিলিতে ভূমিকম্প ও সুনামির আঘাতে পাঁচ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।