আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আজ বৃহস্পতিবার সারাদেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এতে আট সাধারণ বোর্ডসহ ১০ বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৮ হাজার ৭৯৩ জন। দুই হাজার ৩৫২টি কেন্দ্রে পরীক্ষা হবে। ২৫টি বিষয়ে এবার সৃজনশীল প্রশ্ন থাকছে। বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার সব প্রস্তুতি শেষ। পরীক্ষাকেন্দ্রে অনাহূত কেউ প্রবেশ করতে পারবে না। ৩ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ৫ জুন পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে ১৬ জুনের মধ্যে শেষ করতে হবে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। পরীক্ষা নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার জন্য তিনি সবার সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/ভোক.) ও ঢাকা বোর্ডের অধীনে ব্যবসায় প্রশাসন ডিপ্লোমা (ডিআইবিএস) পরীক্ষা হচ্ছে। মোট ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছয় লাখ ছয় হাজার ২৯৩ এবং ছাত্রী পাঁচ লাখ ৩৫ হাজার ৮১ জন। গতবারের তুলনায় এবার শিক্ষার্থী বেড়েছে এক লাখ ২৮ হাজার ৭৯৩ জন।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে মোট শিক্ষার্থী সংখ্যা ৯ লাখ ২৪ হাজার ১৭১ জন। এর মধ্যে ছাত্র চার লাখ ৬৭ হাজার ৭০৬ এবং ছাত্রী চার লাখ ৫৬ হাজার ৪৬৫ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় মোট শিক্ষার্থী এক লাখ সাত হাজার ৫৫৭ জন। এর মধ্যে ছাত্র ৬৩ হাজার ৯৭০, ছাত্রীসংখ্যা ৪৩ হাজার ৫৮৭ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিএম/ভোকেশনালে মোট শিক্ষার্থী এক লাখ চার হাজার ৬৬৯ জন। এর মধ্যে ছাত্র ৭০ হাজার ৮৪৮ এবং ছাত্রী ৩৩ হাজার ৮২১ জন।
ঢাকা বোর্ডের অধীন ডিআইবিএসে মোট শিক্ষার্থী চার হাজার ৯৭৭ জন।
এবার শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৩০১টি আর কেন্দ্র ৬৪টি। বিদেশের পাঁচটি কেন্দ্রে এবার মোট ২০২ জন পরীক্ষা দেবে।
আটটি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশিসংখ্যক তিন লাখ ৩৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে ৫৫ হাজার জন।
অন্যান্য বারের মতো এবারও প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস মাহমুদ, সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।