এবার আসছে জেলিফিস রোবট স্পাই

MulRochona0104a

গুপ্তচরবৃত্তির কাজে সমুদ্রের জলে নামছে রোবট জেলিফিস। সাড়ে পাঁচ ফিট দৈর্ঘ্যের রোবট জেলিফিসটি বানিয়েছেন ভার্জিনিয়া টেক নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া পলিটেকনিক ইন্সটিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে এই খবর।

ভার্জিনিয়া টেকের বিজ্ঞানীরা রোবট জেলিফিসটির নাম দিয়েছেন সাইরো। সাইরোর দেহের বাইরের অংশের পুরোটাই নরম সিলিকন দিয়ে মোড়ানো, তাই আসল জেলিফিসের মতোই মনে হয় একে। ১৭০ পাউন্ড ওজনের সাইরোর রয়েছে আটটি যান্ত্রিক বাহু।

এর আগে ‘রোবোজেলি’ নামে হাতের তালুর সমান একটি রোবট জেলিফিসের প্রটোটাইপ বানিয়েছিলেন ভার্জিনিয়া টেকের বিজ্ঞানীরা। ওই প্রটোটাইপ রোবটটির ডিজাইন অনুসরণ করেই বানানো হয়েছে সাইরো।

সমুদ্রের জলে ডুব দিয়ে গুপ্তচরবৃত্তির জন্য সাইরোর রয়েছে শক্তিশালী ব্যাটারি। ব্যাটারি থেকে পাওয়া বিদ্যুৎ শক্তি ব্যবহার করে লম্বা সময় কাজ করতে পারবে সাইরো। তবে ব্যাটারি প্যাকটিকে আরো উন্নত করে টানা কয়েক সপ্তাহ চলার মতো যথেষ্ঠ শক্তিশালী করার আশা করছেন বিজ্ঞানীরা।

সাইরো তৈরির জন্য প্রয়োজনীয় তহবিলের যোগান দিচ্ছে মার্কিন নৌবাহিনী। ৫০ লাখ ডলারের এক প্রকল্পের অংশ হিসেবে তৈরি হচ্ছে রোবট জেলিফিসটি। তবে রোবটটির নির্মাতা বলছেন মার্কিন নৌবাহিনী সাইরোকে দিয়ে গুপ্তচরবৃত্তির কাজ চালাবে। পাশাপাশি সাইরোকে দিয়ে পরিবেশ রক্ষার কাজেও ব্যবহার করা যাবে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ