গ্রেফতারি পরোয়ানা জারি হাসান আলীর বিরুদ্ধে

international crime tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের হাসান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইবুনাল।

বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইবুনাল ১ এ আদেন দেন। গ্রেফতারি পরোয়ানার পাশাপাশি আগামী ১৫ মের মধ্যে তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন আদালত।

আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর অ্যাডভোকেট মোকলেছুর রহমান বাদল এবং আবুল কালাম আজাদ।

শুনানিতে প্রসিকিউটররা বলেন, ‘তদন্তকালে হাসান আলী সাক্ষীদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়া তিনি বর্তমানে ব্রাক্ষ্মণবাড়িয়া সীমান্তে অবস্থান করছেন। যেকোন সময় দেশ ত্যাগ করতে পারেন।’ এমতাবস্থায় তাকে গ্রেফতার করা উচিত বলে জানান তারা।

শুনানি শেষে হাসান আলীকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন আদালত।

এর আগে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে হাসান আলীকে গ্রেফতারের আদেশ চেয়ে আবেদন করেন প্রসিকিউশন পক্ষ।

সৈয়দ মো. হোসেন ওরফে হাসান আলীর বিরুদ্ধে ২০১৩ সালের ৬ জুন থেকে তদন্ত করছেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে বলে জানানো হয়।

সৈয়দ হাসান আলীর পিতার নাম মোসলেহ উদ্দিন। মুক্তিযুদ্ধের সময় তার পিতা কিশোরগঞ্জ জেলার শান্তি কমিটির চেয়ারম্যান এবং হাসান তারাইল থানার রাজাকার কমান্ডার ছিল বলে জানিয়েছেন প্রসিকিউটর আবুল কালাম।

এছাড়া হাসান আলীর রাজনৈতিক পরিচয় কি সে ব্যাপারে কোন কিছু জানায়নি রাষ্ট্রপক্ষ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ