ঘরের মাঠে রিয়ালের বড় জয়

Real Madridস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আধা ঘণ্টার দৌড়েই বরুসিয়াকে প্রায় নাস্তানাবুদ করে দিলেন বেল, রোনাল্ডোরা৷ ম্যাচ শুরু তিন মিনিটের মধ্যেই বেলের পা থেকে আসা গোলে মানসিকভাবেই পিছিয়ে পড়ল বরুসিয়া৷ ডানদিক কারভাজালাকে লক্ষ্য করে বল রেখেছিলেন বেঞ্জিমা৷ ততক্ষণে বক্সের মধ্যে পৌঁছে গিয়েছেন সুযোগ সন্ধানী গ্যারেথ বেল৷ ডানদিক থেকেই বেলকে লক্ষ্য করে সেন্টার করেন কারভাজালা৷ বল ধরে দ্বিতীয় টাচেই গোলে পাঠান তিনি৷ এক কথায় দারুণ শুরু৷

প্রথমার্ধেই রিয়ালের অবস্থান শক্ত করে দেন ইসকো৷ টপবক্সের বাইরে থেকে বল ধরে ডান পায়ের টোকায় বল নিয়ে ঘুরেই চলতি বলে শট নেন তিনি৷ বক্সের কোনা ঘেঁষে ইসকোর শট চলে যায় গোলে৷ এর পরও সুযোগ চলে এসেছিল রিয়ালের সামনে৷ রোনাল্ডো ফ্রিকিক হাতের টোকায় বাইরে পাঠালেন বরুসিয়ার গোলকিপার৷

শেষ পর্যন্ত বরুসিয়া খেলায় ফেরার চেষ্টা করল৷ যার ফল একা রিয়াল গোল আগলে দাঁড়িয়ে থাকা ক্যাসিয়াসকে ঝাঁপাতে হল৷ গ্রসকুরেতের শট দক্ষতার সঙ্গে বাঁচালেন তিনি৷ এটাই ছিল প্রথমার্ধে ডর্টমুন্ডের সেরা আক্রমণ৷ দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারল না বরুসিয়া ডর্টমুন্ড৷ বরং প্রথমার্ধে গোল না পাওয়া রোনাল্ডো শেষ কাজটি করে গেলেন৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্নাবৌতে বৃষ্টি নামল৷ ঘরের মাঠে বৃষ্টিকেও কাজে লাগালেন রোনাল্ডোরা৷ দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমানোর সুযোগ এসে গিয়েছিল ডর্টমুন্ডের সামনে৷ কিন্তু কাজে লাগল না৷ কিন্তু ৩-০ গোলে এগিয়ে যাওয়া রিয়ালের তিন মূর্তি বেঞ্জিমা-রোনাল্ডো-বেলের আক্রমণের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি অ্যাওয়ে টিম৷

এদিকে, খেলতে সমস্যা হওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে ৮০ মিনিটে রোনাল্ডোকে তুলে নেন কোচ৷ তার আগেই তিনি তুলে নিয়েছিলেন বেঞ্জিমাকে৷ যদিও এতে বিশেষ কোনও হের ফের হয়নি৷ বরং রিয়েল ডিফেন্স আটকে যায় বরুসিয়ার সব আক্রমণ৷ একটা সময় ম্যাচে দারুণভাবে ফিরে এলেও গোলের মুখ খুলতে পারেনি তারা৷ বল দ্বিতীয়ার্ধের অনেকটা সময় বল পজেশন নিজেদের দখলে রেখেও রিয়ালকে সমস্যায় ফেলতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড৷ শেষ পর্যন্ত একাধিক সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়েল মাদ্রিদ৷

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ