বৈশাখী নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতি বছরের মত এবারও রাজধানীসহ সারা দেশে নির্বিঘ্নে এবং সুরক্ষিতভাবে পহেলা বৈশাখ উৎযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঐই দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে পহেলা বৈশাখের দিন সকাল থেকে কিছু কিছু রাস্তা বন্ধ করে দেয়া হবে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, শুধু রাজধানীতে নয়, পহেলা বৈশাখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাকার বাইরে গোয়েন্দা সংস্থার পাশপাশি বিভিন্ন আইন শ্ঙ্খৃলা বাহিনীর সদস্যদের তৎপরতা থাকবে।