প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ গুজব বললেন শিক্ষামন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা কন্দ্রে পরিদর্শনকালে বৃহস্পতিবার সকালে তিনি এ কথা জানান।
পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগকে গুজব দাবি করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রতিবছরই পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কিছু সুবিধাভোগী প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে। মূলত টাকা কামানোর জন্য এরা এ কাজ করে। সারাদেশে প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেশব্যাপী একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
প্রতিবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার শুরুর সময় ১ এপ্রিল নির্ধারিত থাকলেও উপজেলা নির্বাচনের কারণে এবার দুই দিন পর পরীক্ষা শুরু হলো।