সুপ্রিমকোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের অনশন পালন

High Court হাইকোর্টসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুটি মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে চার্জ গঠনের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেছে সুপ্রিমকোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন চত্বরে এ অনশন পালন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে প্রতীকী এ অনশন কর্মসূচিতে বক্তব্য রেখেছেন আইনজীবী নেতারা।

অনুষ্ঠানে ছিলেন- সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট বাবু নিতাই রায়,  আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আফজাল এইচ খান ও ফাহিমা নাসরিন মুন্নি প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায়।

এ মামলায় বাকিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

তাদের মধ্যে খালেদা দুটি মামলারই আসামি। তারেক, কামাল, শরফুদ্দিন, মমিনুর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি। আর জিয়াউল, মনিরুল, হারিছ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ