মাইক্রোবাসের চাপায় শিক্ষার্থী নিহত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, মাদারীপুরঃ ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর শিবচরের সন্নাসীরচর এলাকায় মাইক্রোবাসের চাপায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় প্রায় দুই ঘণ্টা বিক্ষুব্ধরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে।
স্থানীয়রা জানান, বাবুরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা আক্তার (১০) বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিল। এ সময় কাওড়াকান্দিগামী একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় বিক্ষুদ্ধরা সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দোষীদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
এ ব্যাপারে শিবচর থানার ওসি একেএস মাসুদ খান জানান, অবরোধের ঘটনাটি তাৎক্ষণিক হওয়ায় বেশ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মাইক্রোবাসটি আটক করা যায়নি বলে ওসি জানান।