আ’লীগই বিকৃতি করছে ইতিহাস : গয়েশ্বর
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্বাধীনতার ঘোষণা নিয়ে ইতিহাস বিকৃতি বিএনপি নয় আওয়ামী লীগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দেশপ্রেমিক যুবশক্তি আয়োজিত ‘উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা ও নির্দলীয় সরকারের যৌক্তিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, ‘জিয়াউর রহমান ২৭ মার্চ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে তারপর স্বাধীনতার ডাক দেন। ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত তিনিই দেশের নেতৃত্ব দিয়েছেন। জিয়াউর রহমানকে অস্বীকার করা আর বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা একই কথা।’
তিনি উপজেলা নির্বাচন সম্পর্কে বলেন, ‘উপজেলা নির্বাচনে সরকার পরিবর্তন হয়না। কিন্তু এ নির্বাচনেও আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তবে জনগণ একদিন না একদিন তাদের অধিকার প্রতিষ্ঠা করবেই।’
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘সিইসি শেখ হাসিনার খাদেমে পরিণত হয়েছেন। যার কারণে তিনি উপজেলা নির্বাচনে সরকারি দলের গোলামী করেছেন।’
গয়েশ্বর অভিযোগ করে বলেন, ‘দেশ আজ ১/১১’র চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে। ১/১১’র সময়ও এতো মানুষ গুম-খুন হয়নি। ১/১১ বাস্তবায়নের নেপথ্যে যারা ছিলেন তারাই আজ জনপ্রতিনিধি। তাই প্রকৃত মুক্তিযোদ্ধারা স্থান পাচ্ছে না।’
তিনি বলেন, ‘এত আন্দোলনের পরেও আজ আমরা ব্যর্থ। যার কারণে আওয়ামী লীগ ভোট ডাকাতি করতে পেরেছে। উপজেলা নির্বাচন দিয়েই প্রমাণ হয়, হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ভবিষ্যতে যাতে আন্দোলন ব্যর্থ না হয় সে জন্য ঐক্যবদ্ধ হতে হবে।’
সংগঠনে সভাপতি আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গলী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।