১০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানির সিদ্ধান্ত

Current বিদ্যুৎসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতের ত্রিপুরা রাজ্যে থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে ভারত ও বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে হোটেল রূপসী বাংলায় ভারত-বাংলাদেশের যৌথ স্টিয়ারিং কমিটি অন কো-অপারেশন ইন পাওয়ার সেক্টরের সপ্তম বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ সচিব বলেন, ভারতের পাওয়ার মার্কেট থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। ভারতের পাওয়ার মার্কেটের বাণিজ্যিকভিত্তিতে আরও ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদুৎ আমদানির বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।

এর বাইরে সঞ্চালন সক্ষমতারভিত্তিতে আরও ৫০০ মেগাওয়াট ও বিদ্যুৎ আমদানির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিষয়টি চূড়ান্তের যৌথ কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ