মেজরের গাড়িতে ফেনসিডিল, ৩ জন আটক
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জামালপুরে ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক মেজর ইমতিয়াজ নাসিমকে বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল সেনানীবাসের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, তার সঙ্গে আটক দুজনের বিরুদ্ধে মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
মেজর ইমতিয়াজ ময়মনসিংহ শহরের ৩নং কর্পোরেট স্ট্রিট এলাকার ড. ভুঁইয়া নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত, বর্তমানে ছুটিতে আছেন। তার সঙ্গীরা হলেন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার পৌর শহরে মৃত নূরুল ইসলামের ছেলে মামুন ও ময়মনসিংহ সদরের ৫২ ছোট বাজার এলাকার মৃত রাজ্জাকের ছেলে আবু সাইদ।
বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম খান জানান, মেজর ইমতিয়াজসহ তিনজন প্রাইভেটকারে করে কুড়িগ্রামের রাজিবপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের সঙ্গে মাদক রয়েছে এমন খবরের ভিত্তিতে রাত ১টার দিকে ভারতীয় সীমান্তবর্তী রৌমারী-বকশীগঞ্জ মহাসড়কের কামালপুর এলাকায় প্রাইভেটকারতে তল্লাশি চালায়। এ সময় তাদের গাড়িতে একটি শপিং ব্যাগে রাখা ৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে মেজরসহ তিন জনকেই আটক করে বকশীগঞ্জ থানায় আনা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম খান জানান, এ ঘটনায় সেনা আইন মোতাবেক বৃহস্পতিবার বেলা ১২টায় মেজর ইমতিয়াজ নাসিমকে ঘাটাইলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হস্তাস্তর করা হয়েছে। অন্য দুজনের নামে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।