খুলনায় অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে লাখ লাখ টন সার

khulna fertilizer খুলনা সাররিপোর্টার, এবিসি নিউজ বিডি, খুলনাঃ খুলনার রুজভেল্ট জেটি আর শিরোমণি গুদামের পাশে যত্রতত্র পড়ে নষ্ট হচ্ছে লাখ লাখ টন সার। সার খোলা মাঠে পড়ে থাকায় নিয়মিত চুরি হচ্ছে। অন্যদিকে ধুলোবালি, রোদ-বৃষ্টিতে কার্যকরিতা হারাচ্ছে এ সার।

জানা গেছে, ইউরিয়া আমদানি করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) আর টিএসপি এমওপিসহ বিভিন্ন সার আমদানি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। গত মৌসুমে বৃষ্টিতে ভিজে বিএডিসির বিপুল পরিমাণ সার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। যা এ জেটিতে শুকিয়ে আবার প্যাকেটজাত করেন শ্রমিকরা। একই অবস্থা ইউরিয়া সারের, নগরীর ৪ নং ঘাট এলাকায় একই প্রক্রিয়াই কয়েক লাখ টন ইউরিয়া পড়ে রয়েছে। রৌদ বৃষ্টিতে সারগুলো জমাট বেঁধে যাচ্ছে। জমাট বাঁধা সার আবার ইট ভাঙা মেশিন দিয়ে ভাঙিয়ে নতুন করে প্যাকেটজাত করা হচ্ছে।

মংলা বন্দর ব্যবহারীকারী সমিতির আহ্বায়ক সৈয়দ জাহিদ হোসেন বলেন, ‘গুদামে সার না রাখা রহস্যজনক। উত্তরবঙ্গে অনেক গোডাউন খালি আছে কিন্তু সেখান সার না পাঠিয়ে খোলা মাঠে সার রেখে মূলত কৃষকদের ক্ষতি হচ্ছে।’

বিএডিসির খুলনার যুগ্মপরিচালক মোল্লা শহিদুর রহমান অনিয়ম অস্বীকার করে বলেন, ‘সার আসছে যার যাচ্ছে, আবার আসছে। বৃষ্টি –রোদে সারের কোনো ক্ষতি হয় না।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ