সাংবাদিককে মারধর করলেন এমপি ওদুদ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যুগান্তর, আরটিভি ও বিটিভির স্থানীয় প্রতিনিধি এমরান ফারুক মাসুমকে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি আব্দুল ওদুদ চড় মেরেছেন। এ ঘটনার প্রতিবাদে আব্দুল ওদুদের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সংবাদিকরা।
এই বিষয়ে এমরান ফারুক মাসুম বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (বিদ্যালয়) দেবেশ সরকার নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম তদন্তে সদর উপজেলা শিক্ষা অফিসে এসেছেন জেনে আমি সেখানে যাই। এর কিছুক্ষণ পর সদর আসনের এমপি আব্দুল ওদুদ সেখানে আসেন। এই সময় তিনি আমাকে বলেন, ‘সব স্থানেই দুর্নীতি হচ্ছে আপনার শুধু মডেল স্কুলের দুর্নীতি চোখে পড়ল।’ এরপর তিনি তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি আমাকে চড় ও কিলঘুষি মারতে থাকেন। আমি সেখান থেকে কোনো রকমে উপজেলা চেয়ারম্যানের রুমে গিয়ে আশ্রয় নিই।’
সহকর্মীর ওপর সদর আসনের এমপি আব্দুল ওদুদের এমন আচরণে চাঁপাইনবাবগঞ্জের সকল সাংবাদিক একত্রিত হয়ে স্থানীয় টাউন ক্লাব চত্বরে বৃহস্পতিবার দুপুরে জরুরি সভা করে এমপির সংবাদ বর্জনের ঘোষণা দেয়। সেই সঙ্গে শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়।
এই বিষয়ে আব্দুল ওদুদ চড় মারার বিষয়টি স্বীকার করে বলেন ‘সাংবাদিক হিসেবে ইমরান ফারুক মাসুমকে মারা হয়নি। তিনি আমাদের দলের লোক। এটা আমাদের নিজেদের বিষয়।’